"" /> দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল ~ মামুন বিডি স্টুডেন্ট

Wednesday, November 22, 2017

দেখে নিন বিপিএলের পয়েন্ট টেবিল


বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছবি: প্রথম আলোবিপিএল মানে ঢাকার রাজত্ব। রাজধানীর দলটাই সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়েছে বিপিএলে। চারবারের তিনবারের চ্যাম্পিয়ন তারা, মাঝে একবার কুমিল্লা নিজেদের ঘরে নিয়ে গেছে শিরোপা। এবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস বেশ প্রত্যয়ের সঙ্গে এগিয়ে চলেছে। এখনো বিপিএলের অনেকটা পথ বাকি। সামনে সমীকরণ অনেক বদলেও যেতে পারে। ঢাকা পর্ব শেষে এবার বিরতি। শুরু হবে চট্টগ্রাম পর্ব। তার আগে দেখে নিন বিপিএলে দলগুলো কে কোথায় অবস্থান করছে।
দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত পয়েন্ট
কুমিল্লা ভিক্টোরিয়ানস ০/০ ১০
ঢাকা ডায়নামাইটস ০/১
খুলনা টাইটানস ০/১
সিলেট সিক্সার্স ০/১
রংপুর রাইডার্স ০/০
রাজশাহী কিংস ০/০
চিটাগং ভাইকিংস ০/১



0 comments:

Post a Comment